Breaking News

ভারতীয় সংবিধানে কেন বঞ্চিত ২৩৭টি উপজাতি? ঐতিহাসিক ভুল? নাকি ইংরেজদের তুষ্টিকরণ?

পূর্ণেন্দু ব্যানার্জি আধুনিক ভারতের ইতিহাসে, যে কয়েকজন সমাজ সংস্কারকের নাম উঠে আসে, তাঁদের মধ্যে অন্যতম ডঃ বি আর আম্বেদকর। ভারতের প্রচীন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করে বিশ্বের দরবারে এক অনন্য মাইলফলক তৈরি করেছেন। সমাজের অস্পৃশ্য়, নীচুজাতির জন্য লড়াই করে ক্ষমতা ও সম্মান অর্জন করতে শিখিয়েছে। এমনকী সংবিধানেও তাঁদের অধিকারের ভীত তৈরি করে দিয়েছেন। এতো কিছুর পরেও একটা প্রশ্ন থেকে যায়, আম্বেদকরের সেই স্বপ্ন কি পূরণ হয়েছে?

https://youtu.be/WTdFNkA1JtQ
আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

উত্তরাখণ্ডের পঞ্চ বদ্রি: ভগবান বিষ্ণুর পবিত্র পাঁচ ধাম

উত্তরাখণ্ডের হিমালয়ের কোল জুড়ে ছড়িয়ে থাকা পাঁচটি পবিত্র বদ্রি মন্দির – বদ্রীনাথ, যোগধ্যন বদ্রি, ভবিষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!