Breaking News

কথা উৎসবে স্বাক্ষর রাখল দ্যা নিউ হরাইজন হাই স্কুলের পড়ুয়ারা

কথা। শব্দবন্ধের মধ্যে লুকিয়ে থাকা আবেগ, অভিব্যক্তির বহিঃপ্রকাশ, যে বার্তায় কখনও ছুঁয়ে যায় মন, পুঞ্জীভূত জ্ঞানে সমৃদ্ধ হয় জীবনের আধারশিলা। কখনওবা বয়ে আনে নানা সংঘাত। ছিন্ন হয় এক বৃত্ত। শৈশব থেকে, কিশোর, যুবা পথ অতিক্রম করে বার্ধক্যে পৌঁছয় জীবন। এই যাত্রা পথে, বহু কথা স্মৃতি হয়ে থাকে, আবার বহু শব্দ মিলিয়ে যায়। আবার হয়তো হারিয়ে যাওয়া কথাও কখনও লিপি হয়ে বেঁচে থাকে পুস্তকে, কখনওবা চিত্রপটে।

২৫ সেপ্টেম্বর কলকাতার দ্যা নিউ হরাইজন হাই স্কুলে হয়ে গেল এমনই এক কথাকে ঘিরে ছোট্ট উৎসব। ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে আয়োজন করা হয় স্কুল ক্যাম্পাসে কথা উৎসব। অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি ছিল প্রতিযোগিতামূলক, কোনও একটি বিষয়কে ৫ মিনিটের মধ্যে তুলে ধরা। প্রত্যেক পড়ুয়াই তাদের সক্ষমতা অনুসারে নিজস্ব অভিব্যক্তি মাধ্যমে নিজেদের বাগ্মিতা তুলে ধরে, যা এক কথায় ছিল প্রসংশনীয়। প্রত্যেক পড়ুয়াই তাদের নিজস্ব বিষয়কে সুন্দর ভাবে উপস্থাপন করে।  

স্কুলের প্রিন্সিপাল কৃষ্ণা সেনগুপ্ত জানান, ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের (আই এস সি এস) এই উদ্যোগ অসাধারণ। তাঁরা চান এমন ইভেন্ট আগামী দিনে যেন আরও করা হয়, যাকে, ছাত্রছাত্রীদের জ্ঞানসঞ্চয়ের পাশাপাশি সু ব্যক্তিত্ব নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিয়েছে, লোকেশ লাল, সাম্রাজ্ঞী চন্দ্র, আকাঙ্ক্ষা দুবে, আইভি সাহু এবং অনিকেত ব্যানার্জি।

এদিনের অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন কঙ্কনা রায়। বিশেষ সহযোগিতায় ছিলেন অভিসম্বুদ্ধ মুখোপাধ্যায়, অরুণোদয় হালদার, স্নেহাংশু ভট্টাচার্য এবং বিশ্বরূপ তরফদার। অনুষ্ঠানের সমাপনী, পর্বে অরুণোদয় হালদার জানান, আই এস সি এস-এর উদ্যোগে আগামী ২৪ নভেম্বর আই সি সি আরে শুরু হতে চলেছে পূর্বোদয় সাহিত্য উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানেও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট রাখা থাকছে। দ্যা নিউ হরাইজন হাই স্কুলের ছাত্রছাত্রীরাও যাতে অংশ নেয়, তার আমন্ত্রণ জানানো হয়।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কার্টুনে আসক্তি? নেশা ছাড়ানোর সহজ কৌশল শিখুন ঘরে বসেই

স্বাতী চ্যাটার্জি- দিন সাতেক আগের ঘটনা, আমাদের বাড়িতে এক ব্যক্তি এসেছিলেন তাঁর ৭ বছরের মেয়েকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!