Breaking News

১ জিবি ইন্টারনেট ডেটার খরচ ভারতীয় মুদ্রায় ৩০০ টাকা, সারা মাসে ৯ হাজার টাকা, জানেন কোন দেশ?

অর্বিট ডেস্কভারতের বাজারে ডেটাকে হাতিয়ার করে জোর ঝড় তুলেছিল রিলায়েন্স জিও। প্রথমে সামান্য টাকায় আন লিমিটেড ডাটা। তারপর ধীরে ধীরে প্রতিযোগিতার বাজারে প্যাকেজের দাম বাড়িয়ে চলেছে জিও। আর জিও-র বাজার ধরার কৌশলে কার্যত ধরাশায়ী বহুজাতিক মোবাইল কোম্পানিগুলি।

বেশ কিছু সংস্থা ব্যবসা গুটিয়ে বা সম্পূর্ণ শেয়ার ছে়ড়ে অথবা অন্যদের সঙ্গে গাঁটছড়া বেঁধে ব্যবসা চালাচ্ছেন। অতি সম্প্রতি ভারত ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল প্রিপেড রিচার্জের মূল্য ২০ থেকে ২৫ % বাড়িয়েছে। থেমে থাকেনি রিলায়েন্স জিও। তারাও নতুন প্যাকেজ রেট ঘোষণা করেছে। আর এতেই তুলকালাম পড়ে গিয়েছে, নেটিজেনদের মধ্যে। গত কয়েক বছরে ভারতে ইন্টারনেটের ব্যবহার যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে গ্রাহকের সংখ্যা তার অন্যতম কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে সার্থক করতে প্রায় সমস্ত প্রকল্পকে মোবাইল ও আধারের সঙ্গে জুড়ে দেওয়া। অর্থাত, সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেতে গেলে, মোবাইল ও ইন্টারনেট জরুরি।

সরকারি স্তরে মোবাইল ব্যবহারকে বাধ্যতামূলকের জায়গায় নিয়ে যাওয়া, সেই সঙ্গে ইন্টারনেটের ব্যবহারকে জীবনে অঙ্গ করে তোলার ফলে, মোবাইল কোম্পানিগুলিও মৌরসী পাট্টার সুবিধা নিচ্ছে। ঘুরে ফিরে প্রায় প্রত্যেকের কাছেই সেই এক দর। তবে অন্যান্যদের তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে থাকছে রিলায়েন্স জিও।

ভারতে একজন সাধারণ গ্রাহক যে পরিমাণ মোবাইল ডেটা ব্যবহার করেন গড়ে তা দৈনিক ১ জিবি। দৈনিক খরচ ধরলে ৭ টাকার কাছাকাছি। তিরিশ দিনে ৩০ জিবিতে ২১০ টাকা।

কিন্তু এটা জানেন কি? এ বিশ্বে এমন অনেক দেশ রয়েছে, যেখানে ইন্টারনেট এখনও মহার্ঘ্য। মাত্র ১ জিবি ইন্টারনেটের খরচ পড়ে ভারতীয় মুদ্রায় ৩০০ টাকা। মানে তিরিশ দিনের খরচ ৯ হাজার টাকা। একবার তাকানো যাক সেইসব দেশের দিকে।বোঝার সুবিধার্থে খরচের হিসেব ভারতীয় মুদ্রায় দেওয়া হচ্ছে

ইক্যোয়াটোরিয়াল গিনি- ১ জিবির খরচ প্রায় ১৯০০ টাকা। লেবানন- ১ জিবির খরচ ১৪০০টাকা। ফিজি- ১ জিবি ৯০০ টাকা।সোলোমান আইল্যান্ড- ১জিবি ১৭০০ টাকা। ত্রিনিনাদ ও টোবাগো ১ জিবি ২৩০০ টাকা। জিম্বাবোয়ে- ১ জিবি ১২০০ টাকা। ইথিওপিয়া- ১ জিবি ৩০০ টাকা। এমনকী পড়শি দেশ বাংলাদেশেও মাত্র ১ জিবির খরচ পড়ে ২১৬ টাকা।

এ ছাড়া এমন বহু দেশ রয়েছে, যেখানে ইন্টারনেট ব্যবহার সাধারণ মানুষের কাছে পুরোপুরি স্বপ্ন ছোঁয়ার মতো। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে ইন্টারনেট সবচেয়ে সস্তা মায়ানমারে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তারপর যথাক্রমে, শ্রীলঙ্কা, ইজিপ্ট, সুদান, পাকিস্তান, ইরান, জর্জিয়া, আফগানিস্তান, কম্বোডিয়া, কাজাখস্থান, ভিয়েতনাম।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

বালির আয়ুং নদীর রক স্কাল্পচার: এক ঐতিহ্যের গল্প

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাচীন ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ। এই দ্বীপের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!