অর্বিট ডেস্ক-নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিতে চায় ব্রিটেন। এ ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে লন্ডনে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হন নীরব মোদি।
প্রায় বছর দুয়েক বাদে নীরব মোদিকে দেশে ফেরানো নিয়ে উদ্যোগী হয়েছে ব্রিটিশ সরকার। প্রশাসনিক কর্তাদের দাবি, চাইলে এখনই নীরবকে দেশে ফেরানো যেতে পারে।
নীরব মোদির বিরুদ্ধে শুধু ঋণ খেলাপি নয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা তছরুপের মামলাও ঝুলছে। নীরবকে দেশে ফেরানো নিয়ে দু বছর ধরে মামলা চলছিল লন্ডনে। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন,
নীরবের বিরুদ্ধে ভারত সরকার যে অভিযোগ এনেছে তার সারবত্তা রয়েছে। পাশাপাশি নীরবকে ভারতের প্রত্যপর্ণেরও নির্দেশ দেয় আদালত। আইনি প্রক্রিয়া সব ঠিক ঠাক থাকলে কয়েক দিনের মধ্যেই দেশে ফেরানো হতে পারে নীরবকে।