Breaking News

নীরব মোদিকে ভারতে ফেরাতে সবুজ সঙ্কেত ব্রিটিনের

অর্বিট ডেস্ক-নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিতে চায় ব্রিটেন। এ ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে লন্ডনে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হন নীরব মোদি।

প্রায় বছর দুয়েক বাদে নীরব মোদিকে দেশে ফেরানো নিয়ে উদ্যোগী হয়েছে ব্রিটিশ সরকার। প্রশাসনিক কর্তাদের দাবি, চাইলে এখনই নীরবকে দেশে ফেরানো যেতে পারে।


নীরব মোদির বিরুদ্ধে শুধু ঋণ খেলাপি নয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা তছরুপের মামলাও ঝুলছে। নীরবকে দেশে ফেরানো নিয়ে দু বছর ধরে মামলা চলছিল লন্ডনে। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন,


নীরবের বিরুদ্ধে ভারত সরকার যে অভিযোগ এনেছে তার সারবত্তা রয়েছে। পাশাপাশি নীরবকে ভারতের প্রত্যপর্ণেরও নির্দেশ দেয় আদালত। আইনি প্রক্রিয়া সব ঠিক ঠাক থাকলে কয়েক দিনের মধ্যেই দেশে ফেরানো হতে পারে নীরবকে।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

উত্তরাখণ্ডের পঞ্চ বদ্রি: ভগবান বিষ্ণুর পবিত্র পাঁচ ধাম

উত্তরাখণ্ডের হিমালয়ের কোল জুড়ে ছড়িয়ে থাকা পাঁচটি পবিত্র বদ্রি মন্দির – বদ্রীনাথ, যোগধ্যন বদ্রি, ভবিষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!