চলতি বছরে ফের একবার শুরু হতে চলেছে পূর্বোদয় সাহিত্য উৎসব। ২০২৪-২৫ অর্থবর্ষে এই উৎসব পালিত হয়েছিল তিন দিন। প্রথম বছরের বিপুল জনপ্রিয়তাকে মাথায় রেখেই, ২০২৫-২৬ অর্থবছরে দ্বিতীয় দফার এই সাহিত্য উৎসব পালিত হচ্ছে পাঁচ দিন। এই উৎসব শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। পূর্বোদয় সাহিত্য উৎসবের আয়োজন করছে ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, কলকাতা।
সংস্থার তরফে জানানো হয়েছে, সারা ভারতে বা এ রাজ্যে যতগুলি সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়, তাদের মধ্যে থেকে পূর্বোদয় সাহিত্য উৎসব একদম ভিন্ন চরিত্রের। এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে মোট আটটি রাজ্যকে নিয়ে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, সিকিম, অসম এবং ত্রিপুরা। প্রত্যেকটি রাজ্যের নিজস্ব ভাষা ও আঞ্চলিক উপভাষা কেন্দ্রিক সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে একটি মঞ্চে তুলে ধরাই মূল লক্ষ্য।
ভারতের পূর্বের আটটি রাজ্যের প্রতিষ্ঠিত, সাহিত্যিক, গবেষক, শিল্পীরা যেমন এই উৎসবে সম্মিলিত হবেন। পূর্বোদয় সাহিত্য উৎসব থাকছে নানা বৈচিত্র। যেমন আলোচনা পর্ব থাকছে, তেমনই বর্তমানে কিশোর, ও যুবসম্প্রদায়কে সংযুক্ত করতে ইভেন্টে বেশ কিছু প্রতিযোগিতামূলক ও কর্মশালা বিভাগ রাখা হয়েছে। যেমন ছবি আঁকা প্রতিযোগিতা, পথ নাটক প্রতিযোগিতা, ফটোগ্রাফি কর্মশালা ইত্যাদি।
সংস্থার তরফে প্রাথমিক ভাবে পাঁচ দিনের অনুষ্ঠান সূচি প্রকাশ করা হয়েছে, এবং প্রত্যেটি দিনকে বিশেষ রঙে অখ্যায়িত করা হয়েছে, সেগুলি হল
প্রথম দিন ২৪ নভেম্বর, সোমবার
এই দিনটি চিহ্নিত করা হয়েছে সাদা-কালো দিন হিসেবে। দিনটি উৎসর্গ করা হয়েছে বাংলার বিখ্যাত অভিনেতা উত্তমকুমার, আসামের বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা এবং বাংলার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। এবং চলচ্চিত্রে সাহিত্যের অবদান ও ভবিষ্যত নিয়ে রয়েছে বিশেষ আলোচনা পর্ব। সর্ব সাধারণের থাকছে ক্যুইজ কম্পিটিশন, সর্বসাধারণের জন্য ফটোগ্রাফি কর্মশালা, এবং একটি সংস্কৃত নাটকের উপস্থাপন (প্রবেশ অবাধ)।
ক্যুইজ কম্পিটিশনে অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন
দ্বিতীয় দিন ২৫ নভেম্বর, মঙ্গলবার,
এই দিনকে মান্যতা দেওয়া হয়েছে গোলাপি দিবস বা পিঙ্ক ডে হিসেবে। দিনটি উৎসর্গ করা হচ্ছে নারী ক্ষমতায়ন ও সাহিত্যজগতে নারীদের অবদানকে কেন্দ্র করে। এই বিষয়কে কেন্দ্র করে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানসূচিতে থাকছে, আট রাজ্যের আঞ্চলিক, এতিহ্যপূর্ণ পরিধান ও সংস্কৃতি ভিত্তিক ফ্যাশন শো। ছৌ নাচের অনুষ্ঠান। এবং সর্বসাধারণের জন্য ফটোগ্রাফি কর্মশালা।
ফ্যাশন শো’তে অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন
তৃতীয় দিন ২৬ নভেম্বর, বুধবার
২৬ নভেম্বর, বুধবার তিরঙ্গা দিবস। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রথম দেশের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। সেই দিনকে মাথায় রেখেই, পালন করা হবে সংবিধান দিবস এবং সাহিত্যে স্বাধীনতা সংগ্রাম। থাকছে এই বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভা। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। কলকাতার নাট্যদল শোভাবাজার প্রতিবিম্বের প্রযোজনায় মঞ্চস্থ হবে পূর্ণাঙ্গ নাটক ‘রাসবিহারী’এ ছাড়া সর্বসাধারণের জন্য থাকছে ফটোগ্রাফি কর্মশালা।
বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন
চতুর্থ দিন ২৭ নভেম্বর, বৃহস্পতিবার
এই দিনটি পালিত হবে শ্বেতবর্ণ দিবস হিসেবে। বিশ্ব শান্তি ও সাহিত্যকে স্মরণ করতেই এই উদ্যোগ। নোবেল পিস প্রাইজ ডে হিসেবে থাকছে বিশেষ আলোচনা চক্র। এ ছাড়া স্কুল পড়ুয়াদের জন্য আয়োজন করা হচ্ছে পোস্টার তৈরির প্রতিযোগিতা। আর সর্বসাধারণের জন্য ফটোগ্রাফি কর্মশালা।
পোস্টার মেকিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন
পঞ্চম দিন ২৮ নভেম্বর, শুক্রবার
পূর্বোদয় সাহিত্য উৎসব মানেই স্রেফ সাহিত্য, শিল্প, সংস্কৃতি নয়। মানব সভ্যতার ভিত্তি দাঁড়িয়ে রয়েছে বিজ্ঞানচর্চাতেও। আর এই সাহিত্যচর্চার মাধ্যমেই বিজ্ঞানচর্চায় বিশেষ অনুরাগী হয়ে ওঠে প্রত্যেক প্রজন্ম। তাই এই দিনকে পালন করা হবে, রেড ডে বা লাল দিবস হিসেবে। বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় নিরন্তর খোঁজ চলছে। তবে সবচেয়ে বেশি কৌতুহল রয়েছে লালগ্রহ মঙ্গলকে ঘিরে। তাই সাহিত্যে বিজ্ঞানচর্চার কথা মাথায় রেখেই এই দিনটি উৎসর্গ করা হচ্ছে লালগ্রহকে। আর এই বিষয়ের উপরেই রয়েছে একটি আলোচনা সভা। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য দিনের মতো এদিনও থাকছে সর্বসাধারণের জন্য ফটোগ্রাফি কর্মশালা। স্কুল পড়ুয়াদের জন্য থাকছে আবৃত্তি প্রতিযোগিতা এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য পথ নাটক প্রতিযোগিতা।
আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন
পথনাটক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন।
ফটোগ্রাফি কর্মশালায় অংশগ্রহণের জন্য এখানে ক্লিক করুন
পাঁচ দিনের অনুষ্ঠানে স্কুল ছাত্র ছাত্রী থেকে সর্ব সাধারণের জন্য থাকছে বিশেষ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে চাইলে ‘এখানে ক্লিক করুন’ লেখায় ক্লিক করুন। অথবা, সরাসরি লগ ইন করুন ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের অফিসিয়াল ওয়েবসাইট www.iscskolkata.com।
পূর্বোদয় সাহিত্য উৎসবের আয়োজক সংস্থা হল, ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এবং কেন্দ্র সরকারের অধীনস্ত রিসার্চ ইনস্টিটিউট, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ। সহযোগী সংস্থা হিসেবে রয়েছে অরবিন্দ ভবন (কলকাতা), ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ বা আই সি এস এস আর। নলেজ পার্টনার হিসেবে রয়েছে, ভারত সরকারের শিক্ষামন্ত্রের অধীন ন্যাশনাল বুক ট্রাস্ট ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নালন্দা।
পাঁচ দিন ধরে এই বৃহৎ পূর্বোদয় সাহিত্য উৎসব চলবে, রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার (আই সি সি আর) ঠিকানা- ৯এ হো চি মিন সরণি, কাঙ্কারিয়া এস্টেটস, পার্ক স্ট্রিট এলাকা, কলকাতা -৭০০০৭১।
বিঃদ্রঃ- এই উৎসব সর্ব সাধারণের জন্য। কোনও রকম প্রবেশ মূল্য নেই। এমনকী প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও কোনও প্রবেশমূল্য নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী জানতে সাহিত্য উৎসবে ব্রোশিওর দেখুন।

Orbit News India's best updated Bengali news portal
