Breaking News

আমি বুঝতে পারতাম

আমি বুঝতে পারতাম –
কখন তুমি মিথ্যে বলছো- কখন বলছো ঠিক
কখন তুমি হাসছো হাসি- কাঁদার ও অধিক!
কখন তুমি আসতে চেয়েও- মুখে বলছো ‘না’
কখন তুমি রাখতে যেয়েও – হেসে বলছো ‘যা’।
কখন তুমি কাঁধে নিচ্ছো – সাধ্যের চেয়ে বেশি
কখন তুমি দূর সুদূরে – কখন কাছাকাছি ?
কখন তুমি কথা দিচ্ছো – কথা ভাঙার ছলে
কখন তুমি হারিয়ে যাচ্ছো- একটু আসি বলে!
কখন তুমি লুকিয়ে রেখে – মুখে বলছো ‘ নাই’
কখন তুমি আসতে চেয়ে ও- হেসে বলছো যাই।

আমি বুঝতে পারতাম –
কখন তুমি পারবেনা যা- তবু বলছো ‘পারবো ‘
পারবে যেনেও কখন তুমি – মুখে বলছো ‘হারবো’!
কষ্টটাকে লুকিয়ে রেখে – সুখের হিসাব করতে
ভুল হিসাবটা ধরিয়ে দিলে- কাষ্ঠ হাসি হাসতে।
কখন তুমি যাচ্ছো দূরে – তবু দূরে যাচ্ছোনা
কখন যেতে চেয়েও – না বাড়াচ্ছো পা!
কখন তুমি হাসতে গিয়ে – চোখের জলে ভাসছো
কখন আমার হবে বলে- আমায় ছেড়ে যাচ্ছো !!!

@ রাকিব রহমান বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল লেখক ও কবি ।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

জীবনে কিছু সফরের সঙ্গে জুড়ে যায় অলৌকিক ঘটনা, তা নিয়েই এক রহস্যময় কাহিনি

বারাণসীতে আমি ও সেই মেয়েটা পূর্ণেন্দু ব্যানার্জি ২০১০, ১৬ নভেম্বর। আমার প্রথম বারাণসী ‌যাত্রা। কিন্তু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!